বিবর্তনের পথ ধরে- বন্যা আহমেদ

ডারউইনের বিবর্তন তত্ত্বের উপরে বাংলাভাষায় এই মুহূর্তে সম্ভবতঃ সর্বাধিক পঠিত এবং আলোচিত গ্রন্থ টি। প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা এই বইটিকে ২০০৭ সালে বাংলা একাডেমী বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ পুস্তক বলে অভিহিত করেছিলেন। অবসর প্রকাশনা থেকে প্রকাশিত এই বইয়ে জৈব বিবর্তনের বিভিন্ন তত্ত্ব অত্যন্ত আকর্ষনীয় ভঙ্গিতে শুধু উপস্থাপিতই হয়নি, সেই সাথে যারা বিভিন্ন প্রাচীন ধর্মীয় রূপকথার সড়ি ভেঙ্গে অধুনা ‘ইন্টেলিজেন্ট ডিজাইন’ নামক অপবিশ্বাসের আড়ালে আশ্রয় খুঁজছেন, এই বইটি তাদের জন্য এই বইটি এক শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।



বিবর্তন নিয়ে বাংলা ভাষায় এখন পর্যন্ত রচিত নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী বই এটি।
 যদিও ফাইলটা বেশ বড় হয়ে গিয়েছে তারপরেও আমি পাঠকদের অনুরোধ করব বইটি পড়ার জন্য। বইটিতে বোঝার সুবিধার জন্য অনেক ছবি দেয়া হয়েছে যার জন্য ফাইলের সাইজ বড় হয়ে গিয়েছে। না পড়লে চোখ বুজে বলে দেয়া যায় আপনি ঠকলেন।

বইটি অনলাইনে পড়ার জন্য ক্লিক করুন এখানে মুক্তমনা
ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে

All credit goes to Mukto-Mona

No comments:

Post a Comment