মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা


মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা
ডঃ অভিজিৎ রায় ( প্রতিষ্ঠাতা মুক্ত-মনা অন্তর্জাল )


 
ডারউইনের তত্ত্ব শুধু
জীববিজ্ঞানকেই প্রভাবিত করেনি, করেছে দর্শনকে এবং সেই সাথে আমাদের চারপাশের সমাজকে। সামাজিক বিভিন্ন প্যাটার্ন ব্যাখ্যা করার অভিপ্রায়ে ডারউইনের তত্ত্বের সুস্থিত প্রয়োগে গড়ে উঠেছে মনোবিজ্ঞানের এক নতুন শাখা, বিবর্তনীয় মনোবিজ্ঞান। কেন পুরুষেরা সাধারণতঃ মেয়েদের থেকে বেশি আগ্রাসী? কেন পয়সাওয়ালা টাকমাথা লোকদের ঘরে সুন্দরী বউ দেখা যায়? কেন চর্বিজাতীয় খাবার আমাদের দেহের জন্য ক্ষতিকর জেনেও লোভ সম্বরণ করতে পারি না? আমাদের অনেকেই কেন ভয় পাই নিরীহ তেলাপোকা বা মাকড়শাকে? এই প্রশ্নগুলো কি কখনো আপনাকে ভাবিয়েছে? তাহলে এই বইটি আপনার জন্য। এই ইবুকটিতে বিবর্তনীয় মনোবিজ্ঞানের বিভিন্ন দিকগুলো নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়েছে। বাংলাভাষায় এই ধরনের ই-বুক এই প্রথম। 

বইটি অনলাইনে পড়তে ক্লীক করুন এখানে
বইটি ডাউনলোড করার জন্য ক্লীক করুন এখানে 
বইটি রাখা আছে মুক্ত-মনা ওয়েবসাইটে 
এই লেখকের আরও বই পড়তে ক্লীক করুন এখানে 
অভিজিৎ রায়ের আর্টিকেল পেইজে যাওয়ার জন্য ক্লীক করুন এখানে

No comments:

Post a Comment