আমার অবিশ্বাস সম্পর্কে নতুন করে কিছু বলার আছে বলে মনে হয় না। হুমায়ুন আজাদকে যে চেনে সে 'আমার অবিশ্বাস' জানে। আমার অবিশ্বাস, বিশ্বাসের আধাঁর থেকে বেড়িয়ে আলোতে আসার সিঁড়ি। আমার অবিশ্বাস, অজ্ঞতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার সাহস। আমার অবিশ্বাস, সত্যের আঘাতে মিথ্যেকে চূর্ণ করার প্রত্যয়।